সন্ধান করুন

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

সায়েটিকা (SCIATICA)

সায়েটিকা (Sciatica) কি

পছা থেকে উরুর পিছন দিক দিয়ে সায়েটিকা নামে যে সবচেয়ে বড় মোটা একটা নার্ভ পায়ের গোড়ালি পর্যন্ত গিয়েছে, কোনও কারন বশতঃ সেই সায়েটিকা নার্ভের প্রদাহ হলে তাকে সায়েটিকা বলে।

কি কি কারনে হতে পারে

১। অতিরিক্ত ঠাণ্ডা লাগা বা অত্য ঠাণ্ডা ভিজাস্থানে অনেক্ষণ বসা বা শুয়ে ঘুমানো।

২। অন্ত্রের মধ্যে গুটলে মল জমে সায়েটিকা নার্ভের উপর চাপ দেয়া।

৩। জরায়ুর নিকটস্থ কোনও স্থানে টিউমার হয়ে বা ভ্রুণসহ জরায়ুর সাহায্যে সায়েটিকা নার্ভের উপর চাপ সৃষ্টি করা।

৪। রিউমেটিজম্ বা গাউট।

৫। এবর্শন করানো বা ফরসেপ দিয়ে প্রসব করানো।

৬। ভার্টেব্রার পীড়া, এনিউরিজম।

সায়েটিকা রোগের লক্ষণঃ

★ কোমরের নিচের অংশ অর্থাৎ পাছা থেকে এক ধরনের বেদনা শুরু হয়ে উরুর পিছেন দিক দিয়ে হাঁটুর নীচ পর্যন্ত ছড়িয়ে পড়ে, অনেক সময় বেদনা উরুর সামনের দিকেও হয়।

★ কিছুক্ষন বসে থেকে পরে উঠতে এবং হাটতে প্রচন্ড কষ্ট হয়। চলতে চলতে পায়ে টান ধরে। কখনও কখনও বেনা সুঁচফোটানোর মত লাগে, রুগী অস্থির হয়।

★ বেদনা রাতে বাড়ে, সেকারনেই ঘুমাতে পারেনা।

★ বেদনার জন্য রুগী একপার্শ্বে শুয়ে থাকতে বাধ্য হয়।

★ পায়ের গোড়ালিরর কোনও স্থান চিন্ চিন্ করে।

★ এতে সাধারণতঃ একদিকের নার্ভই বেশি আক্রান্ত হয়। বেদনা কখনও আস্তে আস্তে শুরু হয়, আবার কখনও হঠাৎ শুরু হয়।

★ এই রোগ অনেকদিনের পুরাতন হলে পা ও উরুর পেশি সমুহ শুকিয়ে যায়।

সায়েটিকা রোগে আক্রান্ত রুগীর চিকিৎসা

%% আক্রান্তস্থান তুলা বা ফানেল দিয়ে সবসময়  বেঁধে রাখলে ভাল হয়।

%% গরম পানিপূর্ণ কাঁচের বোতল আক্রান্ত স্থানে চেপে ধরলে বেদনা কিছুসময়ের জন্য কমে যায়।

%% গন্ধকচুর্ণ পাছা থেকে পায়ের নীচে পর্যন্ত ছিটিয়ে পা ফ্ল্যানেল দিয়ে বেঁধে রাখলে সায়েটিকায় বেশ উপকার হয়। ২/১ দিনে উপকার না হলে আরও ৩/৪ দিন এরকম করবেন। এতেই প্রায় রুগীই সুস্থ্য হয়ে যায়।

সায়েটিকা রোগের জন্য ব্যবহৃত ঔষধ সমূহ

সায়েটিকা রোগে লক্ষণ অনুসারে সাধারণতঃ নিম্নলিখিত ঔষধ সমূহ প্রয়োগ করা হয়ে থাকেঃ

* একোনাইট ;
* এমন মিউর ;
* কলোসিন্থ ;
* ন্যাফেনিয়ম ;
* রাসটক্স ;
* আর্সেনিক এল্ব ;
* আর্সেনিক সাল্ফ রুব্রাম ;
* ম্যগনেশিয়া ফস ;
* সিমিসিফিউগা ;
* প্লাম্বাম মেট ;
* সালফার, প্রভৃতি।

** ভিস্কাম এল্ব ৬ শক্তি উভয় দিকের সায়েটিকাতেই একটি উৎকৃষ্ট ঔষধ।

-------------------------------------------------------------------

চিকিৎসার জন্য যোগাযোগের ঠিকানাঃ

ডাঃ মোঃ আতাউর রহমান।
ডি,এইচ,এম,এস (রংপুর), বি.এইচ.বি (ঢাকা)।
১৫+ বছরের অভিজ্ঞ , ক্রনিক ও পুরাতন রোগের সফল চিকিৎসক।

চেম্বারঃ-
সাদিক হোমিও হল,
মুন্সিরহাট বাজার (অগ্রণী ব্যাঙ্কের নীচতলা), সদর জেলা ঠাকুরগাঁও।
মোবাইলঃ নং – 01916–133246 ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন