সন্ধান করুন

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

শীতকালীন সাইনোসাইটিসে হোমিওপ্যাথি

শীতকালীন সাইনোসাইটিসে হোমিওপ্যাথি

নাক, কান ও গলা- এ তিনটি মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ। শীতের কারণে যে কোনোএকটি
আক্রান্ত হলে পুরো শরীর অসুস্থ হয়ে পড়ে। নাকের পলিপাস এক বা উভয় নাকেরভেতর হতে পারে। প্রথমে তা দেখতে মটরশুঁটির মতো হয়। আস্তে আস্তে বড় হয়েনাসিকার ছিদ্র বন্ধ হয়ে যায়। অনেক সময় ন্যাজাল পলিপাস থেকে রক্ত বের হতেদেখা যায়। নাকের পলিপাস দেখতে আঙুরের মতো। নাসারন্ধ্রের শ্লৈষ্মিক ঝিল্লিথেকে উদ্ভেদ হয়। এ রোগের লক্ষণে নাসারন্ধ্রের অস্বাভাবিক আকৃতি পরিলক্ষিতহয়। এটি নাসিকা প্রদাহ বৃদ্ধির কারণে হতে পারে। এটি মহিলাদের তুলনায়পুরুষদের অধিক হতে দেখা যায়। অনেক সময় বংশানুক্রমিকও হতে পারে। নাসারন্ধ্রেপ্রায় সময় নরম, নীল বর্ণ, মসৃণ শ্বেতময় ও পুঁজময় ক্ষত হতে দেখা যায়। নাকেরছিদ্র বন্ধ হলে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়। রক্তে সিরাম আইজিয়েরপরিমাণ বেড়ে গেলে ঠান্ডা, সর্দি, হাঁচি-কাশি ও নাক দিয়ে টপ টপ করে পানিপড়তে পারে। নাকের ভেতরের শ্লৈষ্মিক ঝিল্লিগুলোতে অ্যালার্জিক প্রদাহ সৃষ্টিহয় এবং ঝিলল থেকে আস্তে আস্তে এক ধরনের মাংসপিন্ডের আবির্ভাব হয়, যাদেখতে আঙুরের মতো। এ ধরনের সমস্যাকে নাকের পলিপাস বলে।

<a href="http://homeotreatment24.files.wordpress.com/2015/09/wpid-wp-1443541572801.jpeg"><img title="wp-1443541572801" class="alignnone size-full" alt="image" src="http://homeotreatment24.files.wordpress.com/2015/09/wpid-wp-1443541572801.jpeg" /></a>

বারবারহাঁচি, নাক দিয়ে টপ টপ করে পানি ঝরে, নাক বন্ধ থাকে, নাক দিয়ে নিঃশ্বাসনিতে কষ্ট হয়। অনেক সময় মাথাব্যথা হয়, নাক ও কানে চুলকায়, নাকে ব্যথা ওস্মৃতিশক্তি কমে যায় এবং মুখ হা করে নিঃশ্বাস নিতে হয়।

পলিপাস ওসাইনোসাইটিস পরীক্ষা-নিরীক্ষা করার পর রোগ নির্ণয় করে উপযুক্ত লক্ষণ ওসমস্যা সংগ্রহ করে হোমিও চিকিৎসা নিলে অপারেশন ছাড়াই নাকের পলিপাস ওসাইনোসাইটিসের যন্ত্রণা থেকে বিনাকষ্টে অতি সহজে মুক্তি পাওয়া যাবে।

সতর্কতা :
সাইনোসাইটিস ও পলিপাসের রোগীকে সব সময় অ্যালার্জিজাতীয় খাবার, ঠান্ডা ওধুলাবালু থেকে দূরে থাকতে হবে। যথাসময় পলিপাসের চিকিৎসা না নিলে পরবর্তীসময়ে সাইনাসে ইনফেকশন হয়ে সাইনোসাইটিস ও অ্যাজমা দেখা দিতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন