সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

রোধ করুন কৃমির সংক্রমণ

কৃমি হচ্ছে মানুষের সবচেয়ে ক্ষতিকর ও বৃহৎ পরজীবী। এটি আমাদের দেহে বাস করে, খাবার গ্রহণ করে বেঁচে থাকে আবার বংশ বৃদ্ধিও করে। শিশু কিশোরদের মাঝে কৃমির সংক্রমণ বেশি দেখা যায়। অবশ্য ছোট শিশু যেমন– শুধু মাত্র মায়ের বুকের দুধই পান করা বাচ্চাদের কৃমি হয় না। বর্ষাকালেই কৃমির বেশি প্রাদুর্ভাব হয়। এ সময় পানি আর কাঁদামাটিতে মিশে থাকে এই পরজীবি জীবাণু। তাই অন্য যে কোনো ঋতুর তুলনায় বর্ষায় খুব সহজেই কৃমির সংক্রমন ঘটে। এছাড়াও অপরিষ্কার শাকসবজি ফলমূল, নোংরা খাবার, দূষিত পানি পানের মাধ্যমে কেঁচো কৃমির ডিম আমাদের মুখে প্রবেশ করে। আক্রান্ত ব্যাক্তির কাপড় চোপর, হাত-পা ঠিকমতো না ধুলে নখের মধ্যে বা আঙুলের ভাঁজে লেগে থাকা ডিম খাদ্যের মাধ্যমেও আমাদের পেটে চলে যায়। একটা স্ত্রী কৃমি মানুষের অন্ত্রে দৈনিক প্রায় ২ লাখ ডিম পাড়ে। মাত্র ১০ থেকে ৪০ দিনের মধ্যে ডিমের ভেতর বাচ্চা কৃমি তৈরি হয় এবং পরে তা মলের সঙ্গে নিষ্কাশন করে পুনরায় সেই মল থেকে খাদ্য বা অন্যান্য পর্যায়ে সুস্থ মানুষের পেটে ঢোঁকে।

সাধারণত কেঁচো কৃমির সংক্রমণে অনেক সময় প্রথম দিকে কিছু বোঝা যায় না। কিন্তু ধীরে ধীরে নানা রকম লক্ষণ দেখা দেয়। অন্ত্রে বেশি কেঁচো কৃমি থাকলে অস্বস্তিভাব, পেটফাঁপা, পেট ফুলে ওঠা, বদহজম, ক্ষুধামন্দা বা অরুচি, বমি বমি ভাব, ওজন কমে যাওয়া, পাতলা পায়খানা, আমমিশ্রিত মল, শুকনো কাশি, শ্বাসপ্রশ্বাসে দুর্গন্ধ, যকৃত প্রদাহ ইত্যাদি হতে পারে।

যেকোনো সময় কৃমি পিত্তনালীতে গিয়ে নালী বন্ধ করে দিতে পারে। অগ্ন্যাশয় নালী বন্ধ করে জণ্ডিসের লক্ষণ দেখা দিতে পারে। এপেন্ডিসে গিয়ে আটকে এপেন্ডিসাইটিস এর সৃষ্টি করতে পারে। অন্ত্রে বেশি কৃমি থাকলে গোলা বেধে খাদ্যনালী বন্ধ করে দিতে পারে বা ক্ষুদ্রান্ত্রের দেয়াল ছিদ্র করে রক্তনালী বেয়ে লিভার, হৃদপিণ্ড, শ্বাসনালী, খাদ্যনালী হয়ে আবার ক্ষুদ্রান্ত্রেই এসে পৌঁছাতে ও দেখা যায় । কৃমির কারণে শরীরে ভিটামিন ‘এ’ কম শোষিত হয়, ফলে ভিটামিন ‘এ’র অভাবজনিত বিভিন্ন সমস্যা যেমন ত্বক, অন্ত্রের অ্যাপিথেলিয়াম ও চোখের ক্ষতি হয়। কৃমির মারাত্মক এসব উপদ্রব থেকে রক্ষা পেতে প্রত্যেকের প্রতি ৬ মাস অন্তর এক ডোজ মেবেন্ডাজল গ্রুপের ওষুধ খাওয়া উচিৎ। তবে বুকের দুধ সেবন কারী শিশুর প্রয়োজন হয়না এবং গর্ভ বতি মায়ের জন্য কৃমি নাশক ওষুধের প্রয়োজন হয় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন