সন্ধান করুন

রবিবার, ২৬ জুলাই, ২০১৫

পেনিস বা পুরুষাঙ্গের গোঁড়া চিকন আগা মোটা বা বাঁকা সমস্যা

এ পর্যন্ত যত ফোন কল পেয়েছি তার মধ্যে প্রায় হাজার খানেক হবে যেখানে অধিকাংশ রোগী একটা অভিযোগই আমাকে  করেছেন যে, তাদের পেনিসের গোঁড়া চিকন আগা মোটা  এবং এটা নিয়া তারা দুশ্চিন্তাগ্রস্থ। তাই আজ ভেবেছি এই বিষয়টা নিয়ে লিখব এবং প্রকৃত সত্যটা অবিবাহিত তরুণ সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করব যেন তার ভবিষ্যতে এটা নিয়া বিভ্রান্তি না হয়।

আপনার মনে এপর্যন্ত যত প্রকার বদ্ধমূল ধারণা তৈরী হয়েছে তার সবগুলিকেই মন থেকে মুছে ফেলুন, এবং নিচের বিষয় গুলি মনোযোগ দিয়া স্মরণ রাখার চেষ্টা করুন।

পুরুষাঙ্গ বিষয়ক তথ্যাদিঃ

১। পেনিসের গড় দৈর্ঘ্য ৫.১-৫.৯ ইঞ্চি।

২। বড় পেনিস মানেই বেশি মজা, কথাটা ঠিক নয়। আপনার ডিউরেশন কত সেটাই আসল। স্বাভাবিক টাইম ৭-১০ মিনিট।

৩। পেনিস কখনই একেবারে সোজা হয়না। একটু বাকা থাকেই।

৪। পেনিসের গোঁড়া চিকন আগা মোটা এটা কোন সমস্যা নয়। অপপ্রচারের ফলে সবারই এটা একটা ভুল ধারনা হয়ে গেছে।

৫। কোন যাদুকরী তেল বা মালিশ পেনিস তেমন বড় করতে সক্ষম নয়। এগুলো ভুয়া। তবে সতেজ রাখার জন্য বা মালিশ করার জন্য তেল ব্যবহার করতে পারেন, আমরা যেমন শরীরের ত্বক সতেজ রাখার জন্য সরিষার তেল ব্যবহার করে থাকি।

৬। স্ত্রীকে অরগাজম দিতে আপনার মাত্র ৩ ইঞ্চি লম্বা পেনিস হলেই হবে।

৭। বেশি বড় পেনিস হলে মেয়েরা মজা পাওয়ার বদলে ব্যাথা পায়। এমনকি সেটা যৌন আতঙ্কেও রুপ নিতে পারে।

৮। ক্ষুদ্র পেনিস বলতে ২.৭৬ ইঞ্চির চেয়ে ছোট পেনিস বুঝায়। সেক্ষেত্রে ডাক্তার দেখাতে হবে।

৯। গোঁড়া চিকন আগা মোটা বা বাঁকা পেনিস যৌনমিলনে কোন সমস্যার সৃষ্টি করেনা।

১০। পেনিসটাকে নিয়ন্ত্রণ করুন। একমাত্র স্ত্রী ছাড়া আর কোথাও ব্যবহার করবেন না।

১১। স্ত্রী ছাড়াই পেনিস দাঁড়াইয়া যায় এমন কোনো কাজ যেমন, বেগানা নারীর দিকে তাকানো, অশ্লীল সাহিত্য পড়া, কম্পিউটার বা মোবাইলে খারাপ কিছু দেখা থেকে বিরত থাকুন।

১২। ৪০ দিনের মধ্যে পুরুষাঙ্গের গোড়ার চুল কাটুন।

বিশেষ দ্রষ্ট্যবঃ আপনাদের সেবায় আমরা সর্বদা নিয়জিত। তাই আপনাদের যেকোনও পরামর্শের জন্য যোগাযোগ করুনঃ

ডাঃ মোঃ আতাউর রহমান
সাদিক হোমিও হল,
মুন্সিরহাট বাজার (অগ্রণী ব্যঙ্কের নীচতলা),
সদর জেলা ঠাকুরগাঁও।
মুঠোফোনঃ 01916133246

1 টি মন্তব্য: