সন্ধান করুন

শনিবার, ২৫ জুলাই, ২০১৫

শ্বেতপ্রদর (Leucorrhoea) নিয়ে কিছু কথা ও তার চিকিৎসাঃ

শ্বেতপ্রদর কি ?

বর্তমানে বিশ্বের প্রায় ৮০% মেয়েদের একটি সমস্যা রয়েছে। সেটি হচ্ছে Leucorrhoea এর বাংলা নাম শ্বেতপ্রদর। ইহা নারী যৌনাংগের একটি উপসর্গ।মাসিক ব্যতিত যে কোন বয়সে নারীদের যোনি পথ দিয়ে গাঢ় সাদা/ফ্যকাসে/হলুদ আঠালো তরল পদার্থ বের হওয়াকে Leucorrhoea বা বাংলায় শ্বেতপ্রদর বলে।

প্রকারভেদঃ

বয়স ভেদে এই রোগ নিম্নোক্ত কয়েক প্রকার হতে পারেঃ

১। অল্প বয়সেঃ পেটের ক্রিয়া খারাপ হওয়া, তীব্র ও উষ্ণ প্রস্রাব এবং জরায়ুর চুলকানী কারনে হয়ে থাকে।

২। কুমারী বা অবিবাহিত মেয়েদেরঃ দু:খ, কষ্ট, ভয়, এবং র্দুবলতার কারনে মাসিকের আগে ইহা হয়।

৩। নব বিবাহিত নারীদেরঃ জরায়ুর প্রদাহ থেকে সৃস্টি হয়।

৪। পুরাতন বধুদেরঃ জরায়ুর চুলকানি, জরায়ুর ক্ষত, জরায়ুর ফাটা এবং গনোরিয়ার জন্য হতে পারে।

৫। বৃদ্ধদেরঃ জরায়ুর ক্যান্সার, জরায়ুর ফোঁড়া, জরায়ুর প্রদাহ কারনে হতে পারে।
এছাড়াও নানা কারন রয়েছে।

লক্ষনঃ যোনি পথ দিয়ে গাঁঢ় সাদা / ফ্যকাসে / হলুদ আঠালো তরল পদার্থ দেখা যাওয়া। কোমরে ও কুঁচকীর স্থানে টেনে ধরার মত এক প্রকার ব্যাথা হতে পারে, তলপেট ভারী ও প্রস্রাব পরিমাণে কম হয় এবং তলপেটে চাপ দিলে ব্যাথা অনুভব হয়। অল্প অল্প জ্বর দেখা দিতে পারে। প্রদরস্রাব কাপড়ে লাগলে সাদা সাদা বা হলদে দাগ পরে। আবার কারও কারও স্রাব হাজাকারক বা ক্ষারীয় হয়। এতে অনেকেরই যোনীদ্বার হাজা হয়ে যায়, চুলকায়, জ্বালা করে। ধিরে ধিরে স্বাস্থ্য কঙ্কালসার হয়ে যায়। খাবারে অরুচি আসে।

এই রোগ লক্ষণ সাধারণতঃ ঋতুস্রাবের আগে ও পরে বেশি দেখা যায়। আবার অনেক নারীর সারা মাস ধরে চলে।

চিকিৎসাঃ

রোগীকে দেখে এবং সঠিক কারন নির্ণয় ও সমস্ত লক্ষণ সমুহ নির্ণয় করে চিকিৎসা বা ঔষধ নির্বাচন ও প্রয়োগ করতে হবে।

লক্ষণ অনুযায়ি রোগীকে নিম্নোক্ত ঔষধ সমুহ প্রয়োগ করা যেতে পারেঃ

=> Alumina 6x(বিচুর্ণ), 6, 30 - অনেক বেশি পরিমাণে শ্বেতপ্রদর, এতো বেশি পরিমানে হয় যে রোগীর পা দিয়ে গড়িয়ে পরে, পরিষ্কার ও আঠালো, প্রস্রাব কিংবা মল ত্যাগে কুন্থন উল্লেখযোগ্য। রোগী মনে করে যেন সামনের দিকে সে পড়ে যাবে।

=> Arsenic alb 6x(বিচুর্ণ), 6, 30 - স্রাব হলুদ বর্ণের হাজাকারক, অধিক দুর্বলতা উল্লেখযোগ্য। ছটফটানি, পিপাসা, অবসন্নতা এই রোগের একটি বিশেষ লক্ষণ।

=> Borax 6x, 30 - এর স্রাব ডিমের লালার মত চটচটে এবং প্রচুর পরিমাণে হয়। স্রাব গরম, রোগীনি মনে করে পা দিয়ে গরম পানি পড়ছে ।

=> Caulophyllum 6x, 30 - ছোট ছোট মেয়েদের শ্বেতপ্রদরে এটি বিশেষ উপযোগিতার সাথে ব্যবহার হয়ে থাকে । দুর্বলতা বর্তমান ।

এছাড়াও Puls, Calcarea carb, Heper sulf, Silicea, Kali carb, Bovista, Sepia, Sulfer, Natrum mur ইত্যাদি প্রয়োগ করা যেতে পারে ।

পরার্মশঃ

রোগীনিকে সম্পূর্ন বিশ্রামে রাখতে হবে। পুষ্টিকর ও সহজপাচ্য ও পানিয় সেবন করাতে হবে।

বিস্তারিত জানতে আপনার নিকস্থ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে যোগাযোগ করুন ।
আমার সাথে যোগাযোগ করার ঠিকানাঃ
ডাঃ মোঃ আতাউর রহমান
সাদিক হোমিও হল
মুন্সিরহাট বাজার (অগ্রণী ব্যঙ্কের নীচতলা),
সদর জেলা ঠাকুরগাঁও।
মুঠোফোনঃ 01916133246

[[ বিঃদ্রঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ খাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। ]]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন