★ হেপাটাইটিস-বি কি?
* হেপাটাইটিস-বি হচ্ছে এক ধরনের ভাইরাল সংক্রমণ যা লিভারকে আক্রান্ত করে তীব্র অথবা দীর্ঘস্থায়ী রোগ তৈরী করতে পারে।
* হেপাটাইটিস-বি ভাইরাস HIV ভাইরাস থেকে ৫০-১০০ গুণ বেশি সংক্রামক।
* পৃথিবীব্যাপী ২০০ কোটি মানুষ হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত এবং প্রায় ৭ লক্ষ ৮০ হাজার মানুষ প্রতিবছর হেপাটাইটিস-বি এর কারণে মারা যাচ্ছে।
★ কিভাবে এই রোগ ছড়ায়?
* সংক্রমিত সুঁচের মাধ্যমে রক্তদান, রক্তগ্রহণ বা সংক্রমিত রক্ত গ্রহণ।
* সংক্রমিত লোক বা বাহক হতে অন্য মানুষে সংক্রমণ (টুথব্রাশ, ইনজেকশনের সুঁচ, রেজার, তোয়ালে ইত্যাদি ব্যবহারের মাধ্যমে)।
* জন্মের সময় বাহক মা থেকে নবজাতকে সংক্রমণ।
* আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন মিলনের মাধ্যমে সংক্রমণ।
★ হেপাটাইটিস-বি এর লক্ষণ কি কি?
অধিকাংশ মানুষেই তীব্র সংক্রমণ পর্যায়ে কোন লক্ষণ দেখা যায় না। তবে কিছু মানুষের ক্ষেত্রে কয়েক সপ্তাহব্যাপি কিছু লক্ষণ দেখা যায়, সেগুলো হলোঃ
* চোখ, ত্বক হলুদ হয়ে যাওয়া;
* গাঢ় হলুদ রং এর প্রস্রাব হওয়া;
* অবসাদ, তলপেটে ব্যাথা হওয়া;
* বমি অথবা বমি বমি ভাব হওয়া।
হেপাটাইটিস-বি এর দীর্ঘস্থায়ী সংক্রমণ পরবর্তীতে সিরোসিস বা লিভার ক্যান্সার সৃষ্টি করে মারাত্মক অবস্থার সৃষ্টি করতে পারে।
★ প্রতিরোধের উপায়ঃ
* রক্ত গ্রহণের সময় প্রয়োজনীয় পরিক্ষার মাধ্যমে হেপাটাইটিস-বি এর অনুপস্থিতি নিশ্চিত করতে হবে।
* ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ পূণরায় ব্যবহার না করা।
* ঝুঁকিপূর্ণ যৌন মিলনের সময় কনডম ব্যবহার করা।
* হেপাটাইটিস-বি এর টিকা গ্রহণ করা।
★ চিকিৎসাঃ
হেপাটাইটিস-বি আক্রান্ত ব্যাক্তি যাতে ভাল থাকে ও তার দৈনন্দিন খাদ্যে পুষ্টিগুণের ভারসাম্য বজায় থাকে, সেদিকে খেয়াল রাখা উচিৎ। দীর্ঘদিন ধরে আক্রান্ত রোগীদের অ্যালকোহল ও ধুমপান বন্ধ করা উচিৎ। সকল হেপাটাইটিস-বি আক্রান্ত রোগীকে স্বাস্থ্যকর খাবার ও প্রচুর পরিমাণে পানি খেতে দিতে হবে।
এছাড়াও আক্রান্ত রোগীর পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে।
অ্যালোপ্যাথিতে হেপাটাইটিস-বি এর কোন নির্দিষ্ট চিকিৎসা নেই। লক্ষন অনুসারে হোমিওপ্যাথি চিকিৎসায় হেপাটাইটিস-বি আক্রান্ত রোগী সুস্থ্য হয়ে যায় ইনশাআল্লাহ্।
বিস্তরিত জানতে আপনার নিকটতম হোমিও চিকিৎসকের সাথে কথা বলুন।
অথবা
রোগ বিষয়ে যেকোনও পরামর্শ অথবা চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুনঃ
-------------------------------------------------------------------
চিকিৎসার জন্য যোগাযোগের ঠিকানাঃ
ডাঃ মোঃ আতাউর রহমান।
ডি,এইচ,এম,এস (রংপুর), বি.এইচ.বি (ঢাকা)।
১৫+ বছরের অভিজ্ঞ , ক্রনিক ও পুরাতন রোগের সফল চিকিৎসক।
চেম্বারঃ-
সাদিক হোমিও হল,
মুন্সিরহাট বাজার (অগ্রণী ব্যাঙ্কের নীচতলা), সদর জেলা ঠাকুরগাঁও।
মোবাইলঃ নং – 01916–133246 ।
ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন